
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
কোনো শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি নিষিদ্ধ করতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যৎ। তাই তাদের রাজনীতি ও নেতৃত্ব চর্চার বিকল্প নেই।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ব্যানবেইস ভবনে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন। ডা. দীপু মনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সৌহার্দ্য বজায় রেখে রাজনীতি কীভাবে ইতিবাচক করা যায়, তা নিয়ে জাতীয়ভাবে আলাপ আলোচনা হতে পারে। ছাত্র রাজনীতির কল্যাণে দেশের অনেক ইতিবাচক অর্জন আছে বলেও জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, সামরিক স্বৈরাচাররা তাদের ক্ষমতার স্বার্থে ছাত্ররাজনীতিকে অপব্যবহার করেছে। তিনি বলেন, ছাত্র রাজনীতির মাধ্যমেই গণতান্ত্রিক চর্চাকে জারি রাখতে হবে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমাদের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। ভবিষ্যৎ নেতৃত্ব কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়েই গড়ে উঠবে। কাজেই, রাজনীতি করার অধিকার নিশ্চয়ই আছে। যেহেতু অধিকারকে নিষিদ্ধ করা যায় না; তাই প্রতিষ্ঠান রাজনীতিকে নিষিদ্ধ করে দিতে পারে না।
আরও পড়ুন: আ.লীগ ক্ষমতায় থাকার জন্য কোনো বিদেশি শক্তির ওপর নির্ভর করে না: তথ্যমন্ত্রী
/এম ই



Leave a reply