Site icon Jamuna Television

ইউএস টপ চার্টে উড়ছে ‘হাওয়া’

'হাওয়া' সিনেমার একটি দৃশ্যে চঞ্চল চৌধুরী।

ইউএস টপ চার্টে জায়গা করে নিলো মেজবাউর রহমান সুমন পরিচিত আলোচিত বাংলাদেশি সিনেমা ‘হাওয়া’। যা বাংলাদেশের সিনেমা হিসেবে এবারই প্রথম। জানিয়েছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক প্রধান অলিউল্লাহ সজীব।

সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

জানা গেছে, মুক্তির পর প্রথম চার দিনের আয়ে ‘হাওয়া’ এই মুহূর্তে ইউএস টপ চার্টে ২৭ নম্বরে অবস্থান করছে। এখন পর্যন্ত ‘হাওয়া’র গ্রস বক্স অফিস কালেকশন ২,১৩,৪৬১ ডলার। কানাডায় ৮৬,৩১২ ডলার, আর আমেরিকায়, ১,২৭,১৪৯ ডলার। সিনেমাটি এখন পর্যন্ত দেখেছেন ২৫ হাজার ৪৪৪ জন। এরমধ্যে, কানাডায় দেখেছেন ৯ হাজার ৯৩০ জন, আর আমেরিকায় দেখেছেন ১৫ হাজার ৫১৪ জন।

/এসএইচ

Exit mobile version