Site icon Jamuna Television

সাড়া ফেলেছে টম ক্রুজের ভয়ঙ্কর স্টান্ট! (ভিডিও)

টমের স্ট্যান্টের ভিডিও থেকে নেয়া ছবি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে টম ক্রুজকে মারাত্মক ঝুঁকিপূর্ণ একটি দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে।

জানা গেছে, টম ক্রুজের পরবর্তী সিনেমা ‘মিশন: ইম্পসিবল-ডেড রেকোনিং পার্ট ওয়ান’-এর দৃশ্য এটি। ভিডিওতে দেখা গেছে টম ক্রুজ এক হাত দিয়ে একটি বাইপ্লেন ধরে ঝুলে আছেন মাঝ আকাশে। দৃশ্যটি ধারণ করা হয়েছে আরেকটি বাইপ্লেন থেকে।

টম ক্রুজের স্ট্যান্টের ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

ভিডিওটি অনলাইনে কীভাবে আসলো হয়েছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, এটি সিনেমার প্রোমোর জন্য ধারণ করা ভিডিওর অংশ বিশেষ। সিনেমাটি মুক্তি পাবে ২০২৩ সালে।

/এসএইচ

Exit mobile version