Site icon Jamuna Television

চীনে ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ৭৪

ছবি: সংগৃহীত

চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে। সোমবার (৬ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিয়াচুন প্রদেশে সংঘটিত ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও নিখোঁজ অন্তত ২০ জন। ভূমিকম্পে ধ্বংসস্তপের নিচে আটকে পড়াদের জীবন বাঁচাতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৩৩২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে অনেকেই আহত, নিচ্ছেন প্রাথমিক চিকিৎসা। তবে উদ্ধারকাজ শেষে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।

এর আগে গত সোমবার সিয়াচুন প্রদেশে এ ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে দেশটির প্রান্তিক অঞ্চলের বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, শক্তিশালী এ ভূমিকম্প সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার (২৬ মাইল) দক্ষিণ-পূর্বে ১০ কিলোমিটার গভীর পর্যন্ত আঘাত হানে।

প্রসঙ্গত, চীনে ভূমিকম্প স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল অপেক্ষাকৃত বেশি ভূমিকম্পপ্রবণ। এর আগে, ২০০৮ সালে সিচুয়ানের ওয়েনচুয়ানে ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।

/এসএইচ

Exit mobile version