Site icon Jamuna Television

যে কারণে আজ এগিয়ে থাকবে নেইমাররা!

ফর্মের তুঙ্গে থাকা এক ঝাক তারকা নিয়ে আজ মধ্যরাতে শুরু হচ্ছে ব্রাজিলের মিশন হেক্সা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

হেক্সা জয়ের মিশনে রুস্তভ ডন এরিনায় নামার আগে সুইসদের থেকে এগিয়ে থাকবে সেলেসাওরাই। ব্রাজিলের স্পট লাইটটা নেইমারের উপর থাকলেও তিতে ভরসা করতে পারেন সবার উপরই।

আর শাকিরি, এমবোলোদের সাথে সুইজারল্যান্ডের হয়ে আলো ছড়াতে পারেন গ্রানিত জাকা।

সেলেসাওদের মূল শক্তির জায়গা দলের এক ঝাক তারকা, যারা সবাই রয়েছেন ফর্মের তুঙ্গে। রক্ষণে মিরান্ডা, মার্সেলোদের ভাঙতে বেশ বেগ পেতে হবে সুইসদের।

মাঝমাঠে কাসেমিরো, ফার্নান্দিনহো, পাওলিনহোদের পর কুতিনহো, নেইমার, জেসুসদের আক্রমন আর ড্রিবলিং বিশ্বকাপের উজ্জ্বলতা বাড়াবে আরও কয়েকগুন।

অবধারিতভাবেই তাই সবার নজর থাকবে নেইমারের উপর। ৮৫ ম্যাচ খেলে ৫৫ গোল করা এই ফরোয়ার্ড ইনজুরি থেকে ফিরেই রয়েছেন ফর্মের তুঙ্গে।

সুইজারল্যান্ডের শক্তির মূলে রয়েছেন জাকা, শাকিরিরা। তবে রক্ষণে আকানজি, রদ্রিগেজদের ভেঙ্গে ঢুকতে বেশ কাঠ-খড় পোড়াতে হবে তিতে শিষ্যদের।

মাঝ মাঠে বেহরামি, জাকা, শাকিরি জাকারিয়া জেমাইলিদের উপর বেশ আস্থাও রয়েছে কোচ ভ্লাদিমির পেতকোভিচের।

তবে দলের ভরসা আর্সেনালের মিডফিল্ডার গ্রানিত জাকা। জাতীয় দলের হয়ে ৬২ ম্যাচে মাত্র ৯ গোল করলেও অঘটন ঘটাতে বেশ পটু এই এটাকিং মিডফিল্ডার।

দুই দলের এমন তারকাদের ছন্দ দেখতেই মুখিয়ে আছে বিশ্বের ফুটবল প্রেমীরা। দেখা যাক কারা এগিয়ে থাকে। নাকি অপেক্ষা করছে অন্য কিছু?

যমুনা অনলাইন : আরএম 

Exit mobile version