Site icon Jamuna Television

দক্ষিণ কোরিয়ায় টাইফুন হিন্নামোরের আঘাতে নিহত ১০

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ উপকূলে আঘাত হানা টাইফুন হিন্নামোরের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। খবর আলজাজিরার।

বুধবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্তৃপক্ষ।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার দক্ষিণ উপকূলে আঘাত হানা টাইফুন হিন্নামোরের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে চলতি সপ্তাহজুড়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে দেশটিতে। সোমবার ও মঙ্গলবার বয়ে যাওয়া এ টাইফুন সৃষ্ট বন্যায় দেশটির অসংখ্য রাস্তাঘাট ও বাড়িঘর ডুবে গেছে।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক সু বলেন, হিন্নামোরের মতো শক্তিশালী টাইফুন আগে কখনও হয়নি। বন্যা কবলিত ও ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হওয়া এলাকাগুলো থেকে দুর্গতদের দ্রুত সরিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। 

দক্ষিণ কোরয়ার সেন্ট্রাল ডিজাস্টার অ্যান্ড সেফটি কাউন্টারমেজার্স হেডকোয়াটার্স থেকে বলা হয়েছে, টাইফুনে বিধ্বস্ত বন্দরনগরী পোহাংয়ে ৭টি লাশ ও জীবিত ২ জনকে উদ্ধার করা হয়েছে। বুধবার সারাদিন পরিচালিত হয়েছে উদ্ধার অভিযান। 

প্রসঙ্গত, টাইফুন হিন্নামোরের কারণে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে বলে জানা গেছে। এছাড়া বিদ্যুবিহীন হয়ে পড়েছে প্রায় ৯০ হাজার বাড়ি।

/এসএইচ

Exit mobile version