Site icon Jamuna Television

সাফ নারী ফুটবল: মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারিয়ে আসরে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। সাবিনা খাতুনের জোড়া গোলে মালদ্বীপকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

নেপালের দশরথ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় কোচ গোলাম রব্বানী ছোটন শিষ্যরা। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলো না দল। ম্যাচের ৩২ মিনিটে সাবিনার অ্যাসিস্টে জালের দেখা পান মাসুরা পারভীন। লিড নেয় বাংলাদেশের নারীরা। এরপর অধিনায়ক সাবিনার করা দুই গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আরও পড়ুন: নাসিমের ম্যাচ জেতানো ২ ছক্কা বাবরকে যার কথা মনে করিয়ে দেয়

জেডআই/

Exit mobile version