Site icon Jamuna Television

কানাডায় ছুরি হামলা: সন্দেহভাজন মাইলি স্যান্ডারসন গ্রেফতার

মাইলি স্যান্ডারসন। ছবি: সংগৃহীত

অবশেষে ধরা পড়লেন কানাডায় ম্যাস কিলিংয়ের সাথে জড়িত সন্দেহভাজন মাইলি স্যান্ডারসন। বুধবার ব্যাপক তল্লাশি অভিযানের ইতি ঘোষণা করে পুলিশ। প্রত্যাহার করা হয়েছে তিনটি প্রদেশে বহাল থাকা জরুরি সতর্কাবস্থাও। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

কানাডা পুলিশ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে সাসকাচুয়ানের রোজদার্ন এলাকায় তার সন্ধান মেলে। পরে নিরাপত্তা বাহিনীর বিশাল বহর স্যান্ডারসনকে গ্রেফতার করে। এরই মধ্যে তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টা নীতিমালা ভঙ্গ এবং জোরপূর্বক ব্যক্তি মালিকানাধীন এলাকায় ঢোকার ৪টি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, আততায়ী প্যারোলে মুক্তি পেয়েই এমন চাঞ্চল্যকর হত্যাকাণ্ড চালায়। যা নিয়ে কানাডায় তুমুল বিতর্ক চলছে।

গত রোববার সাসকাচুয়ানের ১৩টি জায়গায় পৃথকভাবে হামলা চালায় দুই আততায়ী। তাতে প্রাণ হারান ১০ জন; আহত হন ১৮ বাসিন্দা। পরে হামলাকারী ড্যামিয়েন স্যান্ডারসনের মরদেহ উদ্ধার করা হয়।

ইউএইচ/

Exit mobile version