Site icon Jamuna Television

ভোলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো মাদরাসা শিক্ষকের

ভোলা প্রতিনিধি:

ভোলায় মাদরাসায় যাওয়ার পথে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. আবুল খায়ের (৩৬) নামের এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দৌলতখান উপজেলার দলিউদ্দিন খায়ের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল খায়ের ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের নূরমিয়াহাট এলাকার মো. সামছুলের ছেলে এবং উপজেলার চরপাতা এলাকার বায়তুল ফালাহ আলিম মাদসারার সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই মাদসারা শিক্ষক প্রতিদিনের মতো আজ সকালেও তার মোটরসাইকেলটি চালিয়ে মাদরাসায় যাচ্ছিলেন। পরে দলিউদ্দিন খায়ের হাট বাজার এলাকায় পৌঁছলে একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলে নিহত হন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা নিহতের লাশ উদ্ধার করেছি। ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়াও ট্রাকের ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে।

এটিএম/

Exit mobile version