Site icon Jamuna Television

ফিজিওথেরাপি দিবস আজ; সচেতনতা বৃদ্ধির তাগিদ চিকিৎসকদের

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষ্যে রাজধানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে সিআরপি ভবনের সামনে থেকে র‍্যালী শুরু হয়ে সড়ক ঘুরে ফের সিআরপির সামনে এসে শেষ হয়।

পক্ষাঘাতগ্রস্তদের পূণর্বাসন কেন্দ্র সিআরপির ফিজিওথেরাপি বিভাগ এই র‍্যালির আয়োজন করে। এতে সচেতনতামূলক বিভিন্ন ব্যানার ও প্লাকার্ড বহন করেন তারা। র‍্যালি শেষে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন সিআরপির উর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বক্তরা অস্টিও-আর্থ্রাইটিস রোগের জন্য ফিজিওথেরাপি গ্রহণ ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

/এমএন

Exit mobile version