প্রশান্ত কুমার (পি কে) হালদার। ফাইল ছবি।
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই অভিযোগ গঠন করেন।
একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। এর ফলে পি কে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের হওয়া প্রায় তিন ডজন মামলার মধ্যে এই প্রথম কোনো মামলার অনুষ্ঠানিক বিচার শুরু হলো। এর আগে গত ২৯ আগস্ট দুদকের আইনজীবী ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন। পরে আসামিদের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবী।
কানাডায় ৮০ কোটি টাকা পাচার এবং ৪২৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করে দুদক। মামলার আসামিদের মধ্যে পি কে হালদার আছেন ভারতের কারাগারে। সেসহ দশজনকে পলাতক দেখিয়ে এ মামলার কার্যক্রম চলছে।
/এমএন
Leave a reply