Site icon Jamuna Television

নাটোরে ছেলের বাড়ি থেকে মায়ের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বাগাতিপাড়ায় ছেলের বাড়ি থেকে মায়ের ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মায়ের নাম রহিমা বেগম (৭০)। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করা হয়।

বাগাতিপাড়া থানার এসআই আমিরুল ইসলাম জানিয়েছেন, বাগাতিপাড়া পৌর এলাকার লক্ষণহাটী মহল্লার মজিবর রহমানের সাথেই থাকতেন তার মা রহিমা বেগম। সকালে বাড়ির সামনের একটি পেয়ারা গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় রহিমা বেগমকে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। কী কারণে রহিমা বেগমের মৃত্যু হয়েছে তা অনুসন্ধানে নেমেছে পুলিশ।

এটিএম/

Exit mobile version