Site icon Jamuna Television

ফিলিস্তিনি সাংবাদিক শিরিনকে হত্যাকারী সেনাসদস্যের বিচার করবে না ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি ছোড়া সেনাসদস্যকে বিচারের মুখোমুখি করতে নারাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ।

সেনাবাহিনীর এক আয়োজনে স্পষ্ট এ বার্তা দেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের হাত থেকে দেশ রক্ষার কাজে নিয়োজিত এমন একজন সেনাকেও বিচারের আওতায় আনবেন না তিনি। সেনারা সরকার ও জনগণের পূর্ণ সমর্থন পাবে বলেও মন্তব্য করেন তিনি।

অবশ্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আর কোনো বেসামরিকদের যেন প্রাণহানি না হয়, সেজন্য ইসরায়েলকে চাপ দিচ্ছে তারা। তবে আকলেহ হত্যাকাণ্ড নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন।

এর আগে সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি এক অস্ত্রধারীকে লক্ষ্য করে ছোড়া হয় গুলি। ভুলবশত তা বিদ্ধ করে সাংবাদিক আকলেহকে।

/এডব্লিউ

Exit mobile version