Site icon Jamuna Television

সেনা কর্মকর্তা পরিচয়ে চাকরি দেয়ার নামে প্রতারণা, পলাতক যুবকের কারাদণ্ড

রাজশাহী ব্যুরো:

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরি দেয়ার নামে প্রতারণা ও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার মামলায় এক যুবককে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে রাজশাহীর সাইবার ট্রাইবুনাল আদালত। তবে অভিযুক্ত ওই যুবক পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজশাহীর সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান ৩টি পৃথক ধারায় ৫ বছর, ৪ বছর ও ৩ বছরের কারাদণ্ডের এ রায় ঘোষণা করেন। এছাড়াও ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আর ১ বছরের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর হোসেন ওরফে রনি পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার দণ্ডপাল গ্রামের বাদশা মিয়ার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, রনি সেনাবাহিনীর কর্মকর্তা সেজে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে চাকরি দেয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়। এক অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব ২০২০ সালের জুলাই মাসে হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে আটক করে। পরে তারা বাদী হয়ে বাগমারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করে।

এ ঘটনায় পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দেয়। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অভিযুক্ত রনিকে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮’র ২৩ (২) ধারায় ৫ বছর সশ্রম কারাদণ্ড ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিমাশ্রম কারাদণ্ড, ২৪ (২) ধারায় ৪ বছর সশ্রম কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিমাশ্রম কারাদণ্ড এবং ২৬ (২) ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড, ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিমাশ্রম কারাদণ্ড দেন।

আদালত রায়ে উল্লেখ করেন, পৃথক সাজা একটার পর একটা কার্যকর হবে এবং জরিমানার অর্থ প্রতারণার শিকার ব্যক্তিরা পাবেন।

/এডব্লিউ

Exit mobile version