Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির মামলায় মুচলেকা দিলেন সেই ইউপি চেয়ারম্যান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির মামলায় কাঠগড়ায় ওঠানো হয়েছে বারদী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুলকে। আদালতে বিশ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন নিয়েছেন তিনি।

গত ১২ ফেব্রুয়ারি পাইকপাড়া ইসলামিয়া মাদরাসার মাঠে ইসলামী সম্মেলনে বারদী ইউনিয়ন চেয়ারম্যান বাবুল তার বক্তব্যে বলেন, আমি বারদী ইউনিয়নের ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমার অনুমতি নিয়ে বারদী আসতে হবে। এখন থেকে প্রশাসনকে অবশ্যই আমার পক্ষে কাজ করতে হবে। কারো ফোনে প্রশাসন আসবে না। আমি যদি বলি সুইচ অফ, দিস ইজ অফ।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তার বক্তব্য ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ‘প্রধানমন্ত্রীর বারদী আসতে অনুমতি লাগবে’ মন্তব্যের কারণে জনৈক ফারুক হোসেন বাদী হয়ে সোনারগাঁ কোর্টে মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত করে সত্যতা পায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ অবস্থায় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আদালতে গিয়ে বিশ হাজার টাকা মুচলেকায় যেকোনো শর্তে পরবর্তী ধার্যকৃত তারিখ পর্যন্ত জামিন নেন বাবুল চেয়ারম্যান।

/এনএএস

Exit mobile version