Site icon Jamuna Television

উটের ভবিষ্যদ্বাণীতে সুইসদের বিপক্ষে জিতবে ব্রাজিল

অতীতের মতো এবারের বিশ্বকাপেও বিভিন্ন প্রাণিরা কে জিতবে তার ভবিষ্যদ্বাণী দিচ্ছে। ২০১০ সালে অক্টোপাস ছিলো এর মধ্যে সেরা। সেবার স্পেনকে বিশ্বকাপ জয়ী বলেছিল সে এবং হয়েও ছিল তাই। তবে এবার রাশিয়া বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী করছে একিলিস নামে একটি বিড়াল। সেই সাথে ২০১৪ সালের সেই শাহীন উঠও এবছর কে জিতবে তা আগে বলে দিচ্ছেন।

আজকের রাতে ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচে ব্রাজিলকে জয়ী ঘোষণা করেছে উটটি। গালফ নিউজের একটি ভিডিওতে দেখা যায়,  উটের সামনে দুটি কাঠিতে করে দুই দেশের পতাকা রাখা হয়। তারপর শাহীন নামের উটটি ব্রাজিলের পতাকাকে বেছে নেয়।

মধ্যপ্রাচ্যে থাকা এই উট দিনে একটি ম্যাচের ভবিষ্যদ্বাণী করে থাকে। তবে  আগের দিন আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা জিতবে বলে ভবিষ্যদ্বাণী দিয়েছিল। কিন্তু ম্যাচে জিতেনি কেউ।

 

Exit mobile version