Site icon Jamuna Television

নিয়মরক্ষার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে ভারত, রোহিতের বদলে অধিনায়ক রাহুল

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের খেলায় নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে আফগানিস্তান। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হচ্ছে ম্যাচটি।

এই ম্যাচে একই একাদশ নিয়ে মাঠে নামছে আফগানিস্তান। তবে ভারত দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। এই ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন লোকেশ রাহুল। খেলছেন না হার্দিক পান্ডিয়াও। দলে সুযোগ পেয়েছেন পেসার দীপক চাহার। আজকে খেলবেন দিনেশ কার্তিকও।

এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করে ফেলেছ পাকিস্তান ও শ্রীলঙ্কা। তাই ভারত-আফগানিস্তান ম্যাচটি রূপ নিয়েছে আনুষ্ঠানিকতার। গ্রুপ পর্বে দু’দল ভালো শুরু কররেও সুপার ফোরের লড়াইয়ে নিজেদের আর মেলে ধরতে পারে নি। দু’টি করে ম্যাচ খেলে ফেললেও এখনো জয়ের দেখা পায়নি কেউ। তাই শেষ ম্যাচে সান্ত্বনার জয় তুলে নিয়ে দেশের বিমানে চড়ার লক্ষ্য ভারত ও আফগানিস্তানের।

দুই দলের একাদশ

ভারত: লোকেশ রাহুল (অধিনায়ক), ভিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, দীপক হুদা, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার ও আরশদীপ সিং।

আফগানিস্তান: হজরাতুল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমাতুল্লাহ ওমারজাই, ফরিদ আহমেদ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।

জেডআই/

Exit mobile version