Site icon Jamuna Television

৬১ জেলা পরিষদে আওয়ামী লীগের পক্ষে চেয়ারম্যান হতে চান ৫শ জন

৬১ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন চেয়ে দলীয় ফরম কিনেছেন ৫০০ জন। এছাড়া গাইবান্ধা ৫ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের আশায় মনোনয়ন ফরম কিনেছেন ১০ জন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) শেষ হয়েছে জেলা পরিষদ নির্বাচনে দলীয় ফরম সংগ্রহের সময়সীমা। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, জেলা পর্যায়ের জেষ্ঠ্য ও যোগ্য নেতারা দলের সমর্থন পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন।

এদিকে, গাইবান্ধা ৫ আসন উপনির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১০ জন, ফারজানা রাব্বি বুবলি, জিএম সেলিম পারভেজ, মাহমুদ হাসান, মোছা. লুদা মিলা পারভীন, এস এম শামসুল আরেফিন, মাহবুবুর রহমান, আল মামুন, উম্মে জান্নাতুল ফেরদৌস, সুশীল চন্দ্র সরকার।

আগামী ১০ সেপ্টেম্বর বিকালে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বসবে। সেদিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে।

/এডব্লিউ

Exit mobile version