Site icon Jamuna Television

আলেপ্পোতে ভবন ধসে নারী-শিশুসহ নিহত অন্তত ১১

ছবি: সংগৃহীত

সিরিয়ার আলেপ্পোয় একটি আবাসিক ভবন ধসে নারী-শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন নারী, তিনজন শিশু ও একজন পুরুষ বলে জানা গেছে।। ধ্বংসস্তুপের নীচ থেকে উদ্ধার করা এক নারী ও শিশু এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর সানা’র।

বুধবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানিয়েছে, পাঁচতলা ওই ভবনটি বুধবার ধসে পড়ে। নির্মাণ ত্রুটির কারণে এটি ধসে পড়েছে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করে আলেপ্পো সিটি কাউন্সিলের প্রধান মাদ মেদলাজি বলেন, বেসামরিক প্রতিরক্ষা ও স্থানীয় কর্তৃপক্ষসমূহ দুর্ঘটনাস্থলের পাশের ভবনগুলোর বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। ধ্বংসস্তুপ পরিষ্কারের কাজও শুরু করেছে।

/এসএইচ

Exit mobile version