Site icon Jamuna Television

ওপেনিংয়ে নেমে কোহলির অর্ধশতক, বড় সংগ্রহের পথে ভারত

ছবি: সংগৃহীত

সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে টস হেরে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করছে ভারত। রোহিত শর্মা খেলছেন না, তাই লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিংয়ে নেমেছেন ভিরাট কোহলি। ইনিংস উদ্বোধন করা এই দুই ব্যাটারের ঝড়ো ব্যাটিংয়ে দারুণ সূচনা করেছে ভারত।

ইনিংসে প্রথম দুই ওভার দেখে খেললেও তৃতীয় ওভার থেকে হাত খুলে খেলতে থাকেন কোহলি ও রাহুল। ইনিংসে তৃতীয় ওভারে আসে ১২ রান। পাওয়ার প্লের ৬ ওভারে ৫২ রান আসে এই দুই ব্যাটারের উইলো থেকে।

প্রথম ‌১০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৮৭ রানে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ১১ ওভার শেষে ৯৫ রান। ৩২ বলে ৫০ রান করে অপরাজিত আছেন কোহলি। অপরপ্রান্তে ৩৪ বলে ৪৪ রান করে উইকেটে আছেন লোকেশ রাহুল।

এশিয়া কাপের এবারের আসরে এরইমধ্যে ফাইনাল নিশ্চিত করে ফেলেছ পাকিস্তান ও শ্রীলঙ্কা। তাই ভারত-আফগানিস্তান ম্যাচটি রূপ নিয়েছে আনুষ্ঠানিকতার। গ্রুপ পর্বে দু’দল ভালো শুরু কররেও সুপার ফোরের লড়াইয়ে নিজেদের আর মেলে ধরতে পারে নি। দু’টি করে ম্যাচ খেলে ফেললেও এখনো জয়ের দেখা পায়নি কেউ। তাই শেষ ম্যাচে সান্ত্বনার জয় তুলে নিয়ে দেশের বিমানে চড়ার লক্ষ্য ভারত ও আফগানিস্তানের।

জেডআই/

Exit mobile version