Site icon Jamuna Television

সন্ধ্যায় মাঠে নামছে কোস্টা রিকা ও সার্বিয়া

ই গ্রুপের ১ম ম্যাচে সন্ধ্যায় মাঠে নামছে কোস্টা রিকা ও সার্বিয়া। সামারা এরিনায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে দুই দল কখনোই মুখোমুখি হয়নি একে অপরের। বাছাই পর্বে টেবিলের টপে থেকেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করে সার্বিয়া। এর আগে ১১ বার বিশ্বকাপে অংশগ্রহণ করলেও ১৯৩০ সালে ৪র্থ হওয়াই ছিলো তাদের সেরা অর্জন। ২০১০ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় সার্বিয়ানদের। তবে সবশেষ ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা কোস্টা রিকা মাঠে নামবে কেইলর নাভাসের নেতৃত্বে। ৫ম বারের মত বিশ্বকাপ খেলতে আসা কনকাকাফ অঞ্চলের দলটি এবারের আসরেও রয়েছে নিজেদের সেরা ছন্দে।

Exit mobile version