হাইড্রোজেন বেলুন দিয়ে পাইন বাদাম সংগ্রহ করতে গিয়ে বেলুনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এক ব্যক্তি। তারপর এক দিনের বেশি সময় ধরে বাতাসে ভাসার পর উদ্ধার করা হয়েছে তাকে।
ঘটনাটি ঘটেছে চীনের হেইলংজিয়াং প্রদেশে। আল আরাবিয়ার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হু ইয়ংজু নামের এক ব্যক্তি চীনের হেইলংজিয়াং প্রদেশে রোববার (৪ সেপ্টেম্বর) পাইন ফল সংগ্রহ করছিলেন। তার সাথে একজন সহকর্মী ছিলেন। সে সময় তার বেলুনটি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে।
ইয়ংজুর সহকর্মী সময়মতো বেলুনের ঝুড়ি থেকে লাফ দিয়েছিলেন। কিন্তু ইয়ংজু আটকে পড়েন বেলুনে। ফলে তাকে বাতাসে ৩০০ কিলোমিটার যাত্রা করতে হয়।
বুধবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে এক সাক্ষাৎকারে ইয়ংজু জানিয়েছেন, বেলুনের নিয়ন্ত্রণ হারানোর সাথে সাথে তিনি তার শ্যালককে ফোন দিয়ে ঘটনাটি জানান। ফোনে ইয়ংজু বলেছেন, তিনি উচ্চতা ভয় পান এবং এত উঁচু থেকে সব কিছু পিঁপড়ার মতো দেখাচ্ছে।
চীনের একাধিক গণমাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা যায়, পাইনবনের ওপর আকাশে একটি ফ্যাকাসে বেলুন উড়ে বেড়াচ্ছে।
অবশেষে মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করা হয়। পিঠে হালকা আঘাত পেলেও তার অবস্থা এখন ভালো আছে বলে জানা যায়।
/এনএএস

