Site icon Jamuna Television

ফের মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘বিজয়’ ভাঙচুর

বগুড়া ব্যুরো

বগুড়ায় আবারও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘বিজয়’ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শহরের প্রবেশপথ বনানী মোড়ে স্থাপিত এই ভাস্কর্যটি ২০১৬ সালেও ভাঙচুর করা হয়েছিলো। শনিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা আবারও এটি ভাঙচুর করে।

১৯৯৬ সালে শহরের সাতমাথা এলাকায় শিল্পী আমিনুল করিম দুলাল নির্মিত ভাস্কর্যটি স্থাপন করেছিলো বগুড়া পৌরসভা। যুদ্ধ শেষে অস্ত্র কাঁধে হাতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দাঁড়িয়ে থাকা একজন মুক্তিযুদ্ধের প্রতিকৃতি এটি। ২০০২ সালে বিএনপির শাসনামলে শহর উন্নয়নের সময় ভাস্কর্যটি সরিয়ে ফেলার পর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিকর্মীদের দাবির মুখে ভাস্কর্যটি বগুড়া-রংপুর মহাসড়কের বনানী মোড়ে পুনস্থাপিত হয়।

রোববার দুপুরে বনানীতে গিয়ে দেখা যায়, ভাস্কর্যের ডান হাতটি ভাঙা এবং বেদীর ওপর মুখ থুবড়ে পড়ে আছে ।

মুক্তিযোদ্ধারা বলছেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিই ভাস্কর্যটি ভাঙচুর করেছে। এর আগে ২০১৬ সালের ৭ সেপ্টেম্বরও তারা এটি ভাঙচুর করেছিলো। ভাস্কর্য ভাঙচুরে জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানায় স্থানীয় মুক্তিযোদ্ধারা।

Exit mobile version