Site icon Jamuna Television

জম্মুতে নৃত্যরত অবস্থায় মঞ্চেই শিল্পীর মৃত্যু

ছবি: সংগৃহীত

নাচতে নাচতেই স্টেজে আছড়ে পড়লেন নৃত্যশিল্পী। দুরন্ত পারফরম্যান্সে দেখে হাততালি দিলো মুগ্ধ দর্শক। কিন্তু কিছুক্ষণ পর বোঝা গেল, স্টেজে এভাবে আছড়ে পড়া মোটেই স্বাভাবিক ছিল না। আসলে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যান তিনি। আর কিছু পরেই মৃত্যু হয় তার। বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের জম্মুতে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ওই নৃত্যশিল্পীর নাম যোগেশ গুপ্ত। পুরুষ হলেও পৌরাণিক নারী-পুরুষ উভয় চরিত্রে অভিনয় শিল্পী হিসেবে পরিচিত ছিলেন তিনি। গণেশ উৎসব উপলক্ষে এদিন জম্মুর বিসনাহ এলাকায় একটি অনুষ্ঠান ছিল। সেখানে পার্বতী সেজেছিলেন যোগেশ।

ভিডিওতে দেখা যায়, নাচতে নাচতে মঞ্চে আছড়ে পড়েন তিনি। দর্শকসহ সহশিল্পীরাও মনে করেছিলেন নাচ ও অভিনয়ের অংশ হিসেবেই মঞ্চে আছড়ে পড়েছেন যোগেশ। এমন জীবন্ত অভিনয় দেখে মুগ্ধ দর্শক হাততালিও দেয়।

প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেন, ওই অবস্থায় সাহায্য চেয়েছিলেন যোগেশ। কিন্তু দর্শকের হাততালি আর উৎসবের শব্দে কেউ তা শুনতে পাননি। এরপর এক শিল্পী মঞ্চে এসে যোগেশকে তুলে ধরার চেষ্ট করেন। কিন্তু বুঝতে পারেন কিছু একটা ঘটে গেছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

/এনএএস

Exit mobile version