Site icon Jamuna Television

রানি এলিজাবেথের মৃত্যুতে নিভিয়ে রাখা হলো আইফেল টাওয়ারের বাতি

ছবি: সংগৃহীত

ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ ব্যালমোরাল প্রাসাদে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

রানির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে আইফেল টাওয়ারের বাতি নিভেয়ে রাখার নির্দেশ দেন প্যারিসের মেয়র। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্যারিসের মেয়র অ্যান হিদালগো এক টুইটবার্তায় বলেন, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে আইফেল টাওয়ারের বাতি বন্ধ থাকবে। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি এটা আমাদের শেষ শ্রদ্ধা নিবেদন।

মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ রাজত্বের দায়িত্ব গ্রহণকারী রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজকার্য পরিচালনার অনন্য ইতিহাসের ইতি ঘটেছে।

রানির মৃত্যুর পর তার বড় ছেলে রাজা তৃতীয় চার্লস নাম গ্রহণ করেছেন এবং ব্রিটেন ছাড়াও ১৪টি কমনওয়েলথ রাষ্ট্রের প্রধান হয়েছেন।

/এনএএস

Exit mobile version