Site icon Jamuna Television

সকালে উঠেই দুধ চা পানে শরীরে যে সমস্যা হয়

ছবি: সংগৃহীত

দোকানে গিয়েই আমরা সচরাচর বলি, ‘মামা দুধ চিনি কড়া করে এক কাপ চা দিয়েন তো’। কারোর বা আবার পছন্দ লাল চা। তবে অনেকেই মনে করেন, চায়ে দুধ চিনি না মেশালে সেটাকে শতভাগ চা বলায় যায় না।

সম্প্রতি হেল লাইন ডট কম এক প্রতিবেদনে জানায়, সকলের প্রিয় এই পানীয় নিয়ে কিছু তথ্য। নিচে সেগুলো তুলে ধরা হলো।

কেউ বা যদি ভুল করে এক দিন চায়ে দুধ না দিলেন, দিনটাই যেন কালচে দেখাতে শুরু করে। কিন্তু রোজ সকালের এই সাধের পানীয় কি যত্ন নিচ্ছে শরীরেরও?

জেনে নিন সকালে ঘুম থেকে উঠে দুধ চা খেলে কী হয়?

/এনএএস

Exit mobile version