Site icon Jamuna Television

গাজীপুরের কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ আফাজ উদ্দিন নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আফাজ উদ্দিন (৪০) গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের হোসেন আলীর ছেলে। তার নামে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় একটি ও গাজীপুরের শ্রীপুর থানায় চারটি মাদক মামলা রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হয়ে পড়লে আফাজ উদ্দিনকে হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. নুরুন্নবী ভুঁইয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে হাজতি আফাজ উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এসজেড/

Exit mobile version