Site icon Jamuna Television

‘ভারতের তুলনায় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা খারাপ এমন সংবাদ পরিবেশন না করাই ভালো’

ভারতের চিকিৎসা ব্যবস্থার তুলনায় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা খারাপ এমন ধরনের সংবাদ পরিবেশন না করাই ভালো বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. আহমেদুল কবির।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেশে ভালো চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে মনে করেন তিনি।

স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা বলেন, হার্ট, কিডনিসহ বেশকিছু অসুখের ভালো চিকিৎসা দেশে হয়, তবে কেউ বিদেশে চিকিৎসা নিতে চাইলে সেটা যার যার ব্যক্তিগত অভিরুচি।

তিনি বলেন, সরকার নির্ধারিত ফির বাইরে চিকিৎসা সেবায় অতিরিক্ত অর্থ আদায় বন্ধে ক্লিনিক মালিকদের এগিয়ে আসতে হবে। অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version