Site icon Jamuna Television

নিজেদের আনুষ্ঠানিকভাবে ‘পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ার আইনসভায় বক্তব্য দানকালে কিম জং উন।

আনুষ্ঠানিকভাবে নিজেদের পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে উত্তর কোরিয়া। এজন্য দেশটিতে পাস হয়েছে নতুন আইন। এ আইন অনুযায়ী, আত্মরক্ষার প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের সুযোগ রাখা হয়েছে বলে জানা গেছে। খবর রয়টার্সের।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

দেশটির সর্বোচ্চ নেতা কিম-জন-উন ঘোষণা দিয়েছেন, উত্তর কোরিয়ার পরমাণু শক্তিধর রাষ্ট্রের এ মর্যাদা আর কখনোই পরিবর্তন করা যাবে না। কোনো ধরনের পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনাও নাকচ করে দেন তিনি।

নতুন আইনে বলা হয়েছে- কেবল আক্রান্ত হলে নয়, হামলার হুমকি মোকাবেলায় নিজেরাও প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করা যাবে। পিয়ংইয়ং নতুন করে পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, পশ্চিমা গোয়েন্দাদের এমন সতর্কবার্তার মধ্যেই নতুন এ আইন প্রণয়ন করলো উত্তর কোরিয়া।

প্রসঙ্গত, পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে, ২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে ছয়টি পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

/এসএইচ

Exit mobile version