Site icon Jamuna Television

জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন ছায়দার, পথেই গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়িয়া গ্রামে ছায়দার রহমান নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, শুক্রবার (৯ সেপ্টেম্বর) জুমার নামাজ পড়তে চর বাঙ্গাবাড়িয়া মসজিদে যাচ্ছিলেন ছায়দার মালিথ। তিনি মসজিদে পৌঁছানোর কিছুক্ষণ আগে কয়েকজন যুবক মোটরসাইকেলযোগে এসে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: খাবার দোকানদারদের হাতে শিক্ষক লাঞ্ছিত, রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা

নিহত ছায়দার রহমানের বাড়ি হেমায়েতপুরের কাবলীপাড়া এলাকার। পুলিশের ধারণা, পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।

জেডআই/

Exit mobile version