Site icon Jamuna Television

কেবল স্মারক বিনিময় করে কিছু আশ্বাস নিয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়ে আশ্বাস ছাড়া কিছুই নিয়ে আসতে পারেননি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এসময় তিনি আরও বলেন, কেবল স্মারক বিনিময় করে কিছু আশ্বাস নিয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে নয়াপল্টনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে এ মন্তব্য করেন তিনি। খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ সফরে দুই দেশের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়নি।

এসময় খন্দকার মোশাররফ আরও বলেন, সরকারের দুর্নীতিতে দেশের অর্থনীতি বিধ্বস্ত। অযৌক্তিকভাবে জ্বালানিসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি করছে তারা।

জনগণের ভোটে নির্বাচিত নয় বলে এ সরকার জনগণের কথা ভাবে না, তাই জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

/এডব্লিউ

Exit mobile version