Site icon Jamuna Television

আসছে ‘জয়া আর শারমিন’

দুই অভিনেত্রীর ফেসবুক থেকে সংগৃহীত ছবি।

আসছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘জয়া আর শারমিন’। এ প্রসঙ্গে অনেক আগেই জানিয়েছিলেন তিনি। তখন নাম না জানালেও এবার জানালেন সিনেমাটির নাম। সাথে প্রকাশ করেছেন সিনেমার পোস্টারও।

সিনেমায় জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান নিজেই, আর শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চের জনপ্রিয় অভিনেত্রী মহসিনা আক্তার। এটি পরিচালনা করেছেন ‘হাসিনা আ ডটার্স টেল’খ্যাত পরিচালক পিপলু আর খান।

আসন্ন এ সিনেমার পোস্টারটি শেয়ার করেছেন জয়া আহসান নিজেই।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমার পোস্টার শেয়ার করে জয়া লেখেন, জয়া আর শারমিন দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন।

তবে সিনেমাটি কবে মুক্তি পাবে তা জানাননি জয়া। সিনেমাটি প্রযোজনা করেছে পিপলু আর খানের অ্যাপল বক্স, আবু শাহেদ ইমনের বক্স অফিস মাল্টিমিডিয়া এবং জয়ার প্রতিষ্ঠান সি তে সিনেমা।

/এসএইচ

Exit mobile version