Site icon Jamuna Television

মন্থর ব্যাটিংয়ের পর আউট হয়ে বিপদ বাড়ালেন বাবর

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে এশিয়া কাপে প্রথমবারের মতো বাবর আজমের আগে আউট হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। রানের চাকা সচল করতে গিয়ে সাজঘরে ফিরেছেন ফখর জামান। আর মন্থর ব্যাটিংয়ের পর আউট হয়ে পাকিস্তানের বিপদ বাড়িয়েছেন বাবর আজম। প্রতিবেদনটি লেখার সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৮ রান।

ফাইনালের আগে দুবাইয়ে চলছে ফাইনালিস্টদের লড়াই। টস জিতে বোলিং নেয়ার ধারা অব্যাহত আছে এই ম্যাচেও। তবে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে রানের ধারা আজ আর বেশি সময় প্রবাহিত হয়নি। প্রমোদ মাধুশানের বলে কুশল মেন্ডিসের তালুবন্দি হয়ে ব্যক্তিগত ১৪ রানের মাথায় আউট হন এই ইনফর্ম উইকেটকিপার ব্যাটার।

তিনে নামা ফখর জামানের সাথে রানের গতি বেশি বাড়াতে পারেননি বাবর আজম। চামিকা করুনারত্নের বলে বাউন্ডারি লাইনে ওয়ানিন্দু হাসারাঙ্গার চমৎকার ক্যাচে ইতি ঘটে ফখর জামানের ১৮ বলে ১৩ রানের ইনিংস। এরপর হাসারাঙ্গাকে ড্যান্সিং ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে ফ্লাইট মিস করে বোল্ড হন বাবর আজম। ২৯ বলে ৩০ রানের ইনিংসটি দিয়ে তাই এশিয়া কাপে বাবর আজমের সাময়িক রানখরা কিছুটা কাটলেও পরিতৃপ্তি আসার সম্ভাবনা কম।

/এম ই

Exit mobile version