Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে মেঘনা নদীতে বিরল জলের ঘূর্ণি (ভিডিও)

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর পানিতে দেখা যায় বিরল জলের টর্নেডো, একে জলের ঘূর্ণিও বলা হয়। বিকেলে হওয়া এ ঘটনার এক মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, নদীর পানি ঘূর্ণির সাথে ওপরে উঠে যেতে থাকে। এসময় পানির প্রবাহ দূর থেকেও টের পাওয়া যাচ্ছিল। তবে ওই টর্নেডোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। প্রবীণরা জানান, এ ধরনের টর্নেডো পানি টেনে নিয়ে আকাশে মেঘ তৈরি করে। পরে সেটাই আবার বৃষ্টি হয়ে নেমে আসে।

ইন্টারনেটে পাওয়া বিভিন্ন জার্নালের তথ্য বলছে, ওয়াটারস্পাউট বা জলের ঘূর্ণি সাধারণ টর্নেডোর মতোই। এটা জলভাগের ওপর তৈরি হয়। যখন শীতল বাতাস উষ্ণ বাতাসের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন সেটি পানির একটি ঘূর্ণায়মান স্তম্ভ তৈরি করে। একেই জলের ঘূর্ণি বলা হয়। এ ধরনের ঘূর্ণি যত স্থলভাগের দিকে এগোতে থাকে তত তা দুর্বল হতে থাকে।

ঘুর্ণির ভিডিওটি দেখুন এই লিংকে।

/এডব্লিউ

Exit mobile version