Site icon Jamuna Television

সৈয়দা সাজেদা চৌধুরী হাসপাতালে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তাকে সেখানে আইসিসিইউতে রাখা হয়েছে।

এদিকে, সাজেদা চৌধুরীর অসুস্থতার কারণে তার নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামী সোমবার এই সম্মেলন হওয়ার কথা ছিল।

সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর আশু সুস্থতা কামনা করে তার নির্বাচনি এলাকা নগরকান্দা ও সালথায় উপজেলার বিভিন্ন মসজিদে শুক্রবার বাদ জুমা দোয়া ও মোনাজাত করা হয়েছে। তার পরিবারের সদস্যরা সাজেদা চৌধুরীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

/এডব্লিউ

Exit mobile version