Site icon Jamuna Television

ফাইনালের আগে ভুলগুলোর সমাধান খুঁজে বের করবো: বাবর

ছবি: সংগৃহীত।

নিয়মরক্ষার ম্যাচে পাথুম নিশাঙ্কার দারুণ ব্যাটিংয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের আগে ম্যাচ প্র্যাকটিস ভালোভাবেই সেরে নিলো লঙ্কানরা। আর পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছেন, ফাইনালের আগে ভুলগুলোর সমাধান খুঁজে বের করবো আমরা।

এশিয়া কাপের ফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটি পরিণত হয়েছিল কেবল আনুষ্ঠানিকতায়। সেখানে পাকিস্তানের ব্যাটিং নিয়ে খুব বেশি সন্তুষ্ট নন বাবর আজম, সেটা প্রকাশ করেছেন ম্যাচ পরবর্তী আলাপচারিতায়। তিনি বলেন, আমাদের ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। পাওয়ার প্লের পরে সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি ব্যাটাররা। তবে মিডল অর্ডারের জন্য ভালো ভিত্তি তৈরি করতে পারেনি টপ অর্ডার।

তবে বোলিং নিয়ে অনেকটাই সন্তুষ্ট বাবর আজম। তিনি বলেন, আমি বোলিং নিয়ে খুশি। স্কোয়াডে চমৎকার কয়েকজন বোলার আছে। বিশেষ করে ফাস্ট বোলারদের কথা বলতেই হয়। হাসান আলীও ফিরে এসেছে। আরও যারা আছে তারাও দুর্দান্ত। তবে এই পরাজয় থেকে শেখার অনেক কিছুই আছে আমাদের জন্য। আমরা বেশ কিছু ভুল করেছি। ফাইনালের আগে সে সব শুধরানোর জন্য আলোচনা করবো আমরা।

আরও পড়ুন: নিয়মরক্ষার ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারালো শ্রীলঙ্কা

/এম ই

Exit mobile version