Site icon Jamuna Television

যেকোনো ব্যাটিং লাইনআপ আমাদের বিরুদ্ধে বিপদে পড়বে: শানাকা

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটের অনায়াস জয় পেয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের ফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল দুই দলের। তাই কেবল আনুষ্ঠানিকতায় পরিণত হওয়া এই ম্যাচে জয় পেয়ে ফাইনালের আগে ম্যাচ প্র্যাকটিস ভালোভাবেই সেরে নিলো লঙ্কানরা। আত্মবিশ্বাসী লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেন, যেকোনো ব্যাটিং লাইনআপই আমাদের বিরুদ্ধে বিপদে পড়বে। রান করার জন্য লড়াই করতে হবে।

দাসুন শানাকা তার দলের বোলিং লাইনআপের শক্তির দিককেও প্রকাশ করেছেন। ম্যাচ পরবর্তী আলাপচারিতায় লঙ্কান এই অধিনায়ক বলেন, বোলিং কম্বিনেশন আমাদের শক্তির জায়গা। আমরা আক্রমণ শুরু করি বাঁহাতি ফাস্ট বোলার দিয়ে। এছাড়া আমাদের স্পিন আক্রমণও দারুণ। সেখানে বৈচিত্র্যও আছে অনেক। অফস্পিনার যেমন আছে, লেগস্পিনারও আছে। স্পিনারদের মধ্যে আবার ফিঙ্গার স্পিনারের পাশাপাশি রিস্ট স্পিনারও আছে দলে। যেকোনো ব্যাটিং লাইনআপকে আমরা চ্যালেঞ্জ করতে পারি।

এশিয়া কাপের ফাইনাল প্রসঙ্গে শানাকা বলেন, ফাইনালের আগে কাজ করার কিছু জিনিস বাকি আছে এখনও। এক্সট্রা রান যত কম দেয়া যায় সেদিকে চেষ্টা থাকবে। এছাড়া ম্যাচের শুরুতে ফাস্ট বোলারদের লাইন লেংথ ঠিক রাখার ব্যাপারেও সচেষ্ট থাকা জরুরি। ফাইনালে শুরুতেই উইকেট পেয়ে গেলে আমাদের জন্য খুবই ভালো হবে।

আরও পড়ুন: ফাইনালের আগে ভুলগুলোর সমাধান খুঁজে বের করবো: বাবর

/এম ই

Exit mobile version