Site icon Jamuna Television

প্রথম ভাষণে যা বললেন নতুন রাজা চার্লস

রাজা তৃতীয় চার্লস।

রাজা হিসেবে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিলেন ব্রিটেনের নতুন রাজা চার্লস। খবর দ্য গার্ডিয়ানের।

শনিবার (১০ সেপ্টেম্বর) বাকিংহাম প্যালেসে সদ্য প্রয়াত মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষণ শুরু করেন তিনি।

বলেন, রানী দ্বিতীয় এলিজাবেথ গোটা রাজপরিবারের জন্য ছিলেন অনুপ্রেরণা। এছাড়া যুক্তরাজ্য ও বিশ্ববাসীকে আজীবন সেবা দেয়ার অঙ্গীকার করেছিলেন তিনি।

রাজা তৃতীয় চার্লস বলেন, আজ আমি গভীর দুঃখ নিয়ে আপনাদের সাথে কথা বলছি। মহামান্য রানী, আমার প্রিয় মা তার সারাজীবন আমার এবং আমার গোটা পরিবারের জন্য অনুপ্রেরণা ও উদাহরণ হয়ে ছিলেন। ৭০ বছরেরও বেশি সময় ধরে আমার মা রানি হিসেবে অনেক দেশের মানুষের সেবা করেছেন। সারা বিশ্বের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি বিশ্বের যে অঞ্চলেই বসবাস করুন- আমি সারাজীবন বিশ্বস্ততা, শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে আপনার সেবা করে যাওয়ার চেষ্টা করবো।

এর আগে, স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসল থেকে বাকিংহাম প্যালেসে পৌঁছেই প্রাসাদের বাইরে শোকাচ্ছন্ন ব্রিটিশদের সান্ত্বনা দিতে দেখা যায় চার্লসকে। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ক্যামিলা পার্কার।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রানির মৃত্যুর পর আনুষ্ঠানিকভাবে নতুন রাজা হিসেবে চার্লসের নাম ঘোষণা করা হয়।

/এসএইচ

Exit mobile version