Site icon Jamuna Television

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ১২০

ছবি: সংগৃহীত

সিরিয়ায় একটি জঙ্গি আস্তানায় চালানী রুশ বিমান হামলায় অন্তত ১২০ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটির ইদলিব প্রদেশে আল কায়দা সংশ্লিষ্ঠ নুসরা ফ্রন্ট এর অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানায়, অঞ্চলটির বিস্তীর্ণ এলাকা প্রশিক্ষণ কেন্দ্র এবং ঘাঁটি হিসেবে ব্যবহার করতো নুসরা ফ্রন্ট।

মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর রাইটস জানিয়েছে, জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে ১৪ দফা বিমান হামলা করা হয়। পাশাপাশি চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলাও।

প্রসঙ্গত, সিরিয়ার ইদলিব প্রদেশটি সন্ত্রাসী সংগঠনগুলোর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। অঞ্চলটিতে নুসরা ফ্রন্টের মতো আরও বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর শক্তি ঘাঁটি রয়েছে সেখানে।

/এসএইচ

Exit mobile version