Site icon Jamuna Television

যশোরে দু’দল মাদক কারবারির গোলাগুলিতে নিহত ১

যশোরের অভয়নগরে দু’দল মাদক কারবারির গোলাগুলিতে শহীদুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। ভোরে পৌর এলাকার চেঙ্গুটিয়ায় এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় সেখানে গুলিবিদ্ধ একটি লাশ পড়েছিল। পরে স্থানীয়রা নিহত ব্যক্তিকে শনাক্ত করেন। শহীদুল চিহ্নিত মাদক কারবারি।

ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version