Site icon Jamuna Television

সাবেক প্রেমিকা থেকে হবেন রণবীরের মা! ব্রহ্মাস্ত্র-২ এ দিপীকার চরিত্র ঘিরে জল্পনা

‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’ মুক্তি পেয়েছে। এই ছবি নিয়ে আলোচনা শুরু হতে না হতেই আরও নতুন এক গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, শিগগিরই ব্রহ্মাস্ত্র ২ এর ঘোষণা দেবেন পরিচালক অয়ন মুখার্জি। এতে থাকবেন দিপীকা পাডুকন। আর এখানে তার চরিত্র হতে পারে রণবীর কাপুরের মা হিসেবে! খবর বলিউড লাইফের।

শোনা যাচ্ছে, জলদেবীর রূপে ব্রহ্মাস্ত্রের সিক্যুয়েলে অভিনয় করতে পারেন দিপীকা। শুধু দিপীকা নন, ব্রহ্মাস্ত্র-২ এ হৃত্বিক রোশন এবং রণবীর সিং থাকতে পারেন বলেও শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ব্রহ্মাস্ত্র। মুক্তির আগেই আলোচনায় এসেছিল ছবিটি। এরপর বিতর্ক আর প্রশংসা মিলে পুরো বলিউডে আলোড়ন সৃষ্টি করে ব্রহ্মাস্ত্র। যদিও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে বিভিন্ন সময় ছবিটিকে বয়কটের অভিযোগ উঠেছে। তবে সিনেমার টিকিট বিক্রির হার এবং হলের তথ্য বলছে ভিন্ন কথা। দর্শকের প্রশংসায় ভাসছে ব্রহ্মাস্ত্র।

এসজেড/

Exit mobile version