Site icon Jamuna Television

বিতর্কিত মন্তব্যে আবারও আলোচনায় কঙ্গনা

একের পর এক বিতর্কিত মন্তব্য করে খবরে থাকতে জুড়ি নেই বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। এবার ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরিচালক অয়ন মুখোপাধ্যায় কে মন্তব্য করায় আলোড়ন উঠেছে নেটিজেনদের মধ্যে।

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের উপর ক্ষেপেছেন কঙ্গনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অয়নকে নিয়ে কঙ্গনা লিখেছেন, যারা অয়ন  মুখোপাধ্যায়কে জিনিয়াস ভাবছেন তাদের জেলে ঢোকানো উচিত। অয়ন ১২ বছর নিয়েছে একটা ছবি তৈরি করতে। প্রায় ৪০০ দিন ধরে শ্যুট করেছে এই ছবি। শুধু তাই নয়, তিনি প্রায় ১৪টা ডিওপি ও ৮৫টা সহকারী পরিচালককে বদলেছেন। ৬০০ কোটি টাকা জলে ঢেলেছেন।

এখানেই থেমে যাননি কঙ্গনা। তিনি আরও লিখেছেন, অয়ন মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এই ছবির নাম হওয়ার কথা ছিল জালালউদ্দিন রুমি। কিন্তু বাহুবলীর সাফল্যের পর শিবা নাম রাখে প্রধান চরিত্রে। এতোটাই সুবিধাভোগী এরা। তবে অয়ন ভালোই স্ট্র্যাটেজি নিয়েছেন।

তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভক্তদের প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে কঙ্গনার মন্তব্য এবং এর প্রতিক্রিয়া বেশ উপভোগ করছেন তারা।

/এসএইচ

Exit mobile version