Site icon Jamuna Television

বাবুল আক্তার ‘খুব চতুর মানুষ’: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাবুল আক্তার ‘খুব চতুর মানুষ’। আদালতে তার দেয়া অভিযোগের কোনো সত্যতা আছে কী না, খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় জাদুঘরে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের আয়োজনে এক সেমিনারে অংশ নেয়ার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, স্ত্রী হত্যায় অভিযুক্ত বাবুল আক্তার খুব চতুর মানুষ। আদালতে তার দেয়া অভিযোগের কোনো সত্যতা আছে কী না, খতিয়ে দেখা হচ্ছে। তবে, মিতু হত্যা মামলার তদন্ত সংস্থা পিবিআইয়ের ওপর আস্থা আছে সরকারের।

মিয়ানমার সীমান্তে গোলাগুলির ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিজিপিকে প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এই ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান তিনি।

আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর পরও বাংলাদেশে গুলি বা বোমা এসে পড়লে আন্তর্জাতিকভাবে অভিযোগ জানানো হবে বলে জানান, আসাদুজ্জামান খান।

/এনএএস

Exit mobile version