Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গে ফের তল্লাশি, ৭ কোটি রুপি জব্দ করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে ফের তল্লাশি অভিযান চালিয়ে ৭ কোটি রুপি জব্দ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে কলকাতার তিনটি ভিন্ন জায়গায় একযোগে হানা দেন গোয়েন্দা কর্মকর্তারা।

এ সময় নিসার খান নামে পরিবহন ব্যবসায়ীর বাড়ি থেকে প্যাকেটবন্দি অবস্থায় বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করেন তারা। এছাড়া পার্ক স্ট্রিটের আরও দুই জায়গায় অভিযান চালাচ্ছেন তদন্ত কর্মকর্তারা।

সম্প্রতি, অর্থ তছরুপের অভিযোগে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। এ সময় অর্পিতার দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ৫২ কোটি রুপি ও কয়েক কেজি স্বর্ণ উদ্ধার করে গোয়েন্দারা।

আরও পড়ুন: ইসলামাবাদে পৌঁছেছে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য যুক্তরাষ্ট্রের ত্রাণ

জেডআই/

Exit mobile version