Site icon Jamuna Television

ছোট দুই বোনের স্কুলব্যাগ কাঁধে নিয়ে ভাইরাল ৯ বছর বয়সী ভাই

ছবি: সংগৃহীত

ছোট দুই বোনের স্কুলব্যাগ নিজের কাঁধে নিয়ে ঘটনার জন্ম দিয়েছে ৯ বছর বয়সী ছোট্ট এক সৌদি শিশু। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইয়ের কাঁধে দুই বোনের ব্যাগ বহনের ওই দৃশ্যটি ভাইরাল হয়েছে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে ছবিটি নিয়ে বিস্তারিত বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই ভাইয়ের নাম মিশাল শাহরানি। আর তার বোন দু’টি হলো সারাহ ও নুরা। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের খামিস মুশাইত এলাকায় অবস্থিত ইবনে নাফিস স্কুল থেকে বাড়ি ফিরছিল তারা।

স্কুলে যাওয়া-আসার পথে প্রায় সময়ই দুই বোনকে নানাভাবে সহযোগিতা করে মিশাল শাহরানি। ওই দিন দুই বোনের ব্যাগ নিজের কাঁধে নেয় সে। আর এটি দেখে মুগ্ধ হন তাদের বাবা। ভাই-বোনের পারষ্পরিক হৃদ্যতাপূর্ণ এই সম্পর্কটি স্মরণীয় করে রাখতে ছবি তুলে রাখেন তিনি। পরে তিনি পারিবারিক গ্রুপে ছবিটি পোস্ট করেন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে তাদের সেই ছবি।

ছবিটি প্রসঙ্গে মিশাল বলেন, আমি সব সময় পরিবারকে সহযোগিতা করতে পছন্দ করি। বিশেষত আমার দুই বোন সারাহ ও নুরাকে সহায়তার চেষ্টা করি। সেদিন তাদের ব্যাগ বেশি ভারি না হলেও তীব্র তাপমাত্রার কারণে তাদের সহযোগিতা প্রয়োজন ছিল।

/এনএএস

Exit mobile version