Site icon Jamuna Television

পাকিস্তানের কাছে এফ-১৬ যুদ্ধবিমানের সরঞ্জাম বিক্রিতে যুক্তরাষ্ট্রের কোনো বাধা রইলো না

এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের কাছে এফ-‌১৬ যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ এবং সরঞ্জাম বিক্রিতে অনুমোদন পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর।

রয়টার্স জানায়, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই অনুমতি দেয়। ৪৫ কোটি ডলারের একটি চুক্তি আওতায়, এফ-১৬ যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণে এসব যন্ত্রাংশ সরবরাহ করা হবে।

তবে, এই চুক্তির আওতায় যুদ্ধবিমানের সক্ষমতা বাড়ানো কিংবা অস্ত্র অথবা গোলাবারুদ সরবরাহ করা হবে না। পাকিস্তানকে সন্ত্রাসবিরোধী অভিযানে সহায়তার জন্যই এই উদ্যোগ বলে জানায় পেন্টাগন। এতে আঞ্চলিক সামরিক সামঞ্জস্যে কোনো ব্যাঘাত ঘটবে না বলেও জানানো হয়।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ফের তল্লাশি, ৭ কোটি রুপি জব্দ করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা

জেডআই/

Exit mobile version