Site icon Jamuna Television

সাবেক ছয় প্রধানমন্ত্রী একই সারিতে

একই সারিতে দাঁড়িয়েছেন যুক্তরাজ্যের ছয় সাবেক প্রধানমন্ত্রী। তৃতীয় চার্লসকে রাজা হিসেবে ঘোষণার অনুষ্ঠানে সেন্ট জেমস প্যালেসের অ্যাকসেশন কাউন্সিলে ছয় সাবেক প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। যা ব্রিটেনের ইতিহাসে প্রথম।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিক অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের পাশাপাশি থেরেসা মে, ডেভিড ক্যামেরুন, গর্ডন ব্রাউন, টনি ব্লেয়ার ও স্যার জন মেজরকে দেখা যায়। এ সময় নিজেদের মধ্যে আলাপ করতে দেখা যায় তাদের।

এ ছয় সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে ছিলেন লেবার পার্টির সাবেক নেতা এড মিলিব্যান্ড, নিল কিনক, লন্ডনের মেয়র সাদিক খান, স্যার এড ডেভিড, সাবেক উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ মিলিব্যান্ডসহ অনেকে। তবে এদিন টরি নেতা জেরমি করবিন অনুষ্ঠানে ছিলেন না বলে ধারণা করা হচ্ছে।

লন্ডনের স্থানীয় সময় শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে তার জ্যেষ্ঠ সন্তান তৃতীয় চার্লসকে রাজা ঘোষণা করা হয়।

/এমএন

Exit mobile version