Site icon Jamuna Television

দলের সংবিধান সংশোধন করবে চীনা কমিউনিস্ট পার্টি

চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি দলীয় সংবিধান সংশোধন করবে। সামনের পার্টি কংগ্রেসে এ উদ্যোগ নেয়া হবে। আগামী অক্টোবরে যা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর রয়টার্সের।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ৫ বছর পর ক্ষমতাসীন দলের নেতৃত্বের রদবদলের সময় দলীয় সংবিধান সংশোধন করা হবে। কিছু বিশ্লেষক বলছেন, এ উদ্যোগের মধ্য দিয়ে দলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কর্তৃত্ব ও মর্যাদাকে আরও সুসংহত করা হতে পারে।

ইতোমধ্যে পলিটব্যুরো পরিবর্তনগুলো নির্দিষ্ট না করেই শি জিনপিংয়ের সভাপতিত্বে এক বৈঠকে দলীয় সংবিধানের একটি খসড়া সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে।

ধারণা করা হচ্ছে, আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া কংগ্রেসে তৃতীয় দফায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়বে।

/এমএন

Exit mobile version