Site icon Jamuna Television

চিকিৎসা শেষে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বামী, প্রাণ গেলো সড়কেই

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ২ জন নিহত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের হাটমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বারৈয়ারা গ্রামের ওয়াজ উদ্দিন (২৮) ও তার স্ত্রী সাবিকুন নাহার (২৩)। নিহত সাকিবুন নাহার অন্তঃসত্ত্বা ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বারৈয়ারা গ্রামের ধনু মিয়ার ছেলে ওয়াজ উদ্দিন তার অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিকুন নাহারকে নিয়ে সাচার বাজারে একটি প্রাইভেট মেডিকেলে চিকিৎসা নিতে যান। চিকিৎসা শেষে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে হাটমুড়া এলাকায় আসলে মালবাহী একটি কচুয়াগামী ট্রাক ও সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান তারা। ঘটনার পর ট্রাক ও সিএনজি আটক করেছে পুলিশ।

আরও পড়ুন:  ‘বেত কাটতে গিয়ে চিতাবাঘ দেখেন শ্রমিকরা’, টাঙ্গাইলে আতঙ্ক

কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল সত্যতা স্বীকার করে বলেন, ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে। ট্রাক চালককে আটক করা যায়নি।

জেডআই/

Exit mobile version