Site icon Jamuna Television

জলবায়ু পরিবর্তনের এতো তীব্র মাত্রা আগে দেখিনি: জাতিসংঘ মহাসচিব

জলবায়ু পরিবর্তনের এতো তীব্র মাত্রা আগে কখনও দেখেননি বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেস। খবর এএফপির।

শনিবার (৯ সেপ্টেম্বর) বন্যা কবলিত পাকিস্তান পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় জলবায়ু পরিবর্তনের জন্য ধনী দেশগুলোকে দায়ী করেন তিনি। গুতেরেস বলেন, তিনি আশা করছেন তার এই সফর পাকিস্তানকে আন্তর্জাতিক সহায়তা পেতে আরও সাহায্য করবে।

করাচিতে অনুষ্ঠিত সংবাদ সম্মলনে তিনি বলেন, আমি জীবনে অনেক মানবিক বিপর্যয় দেখেছি। কিন্তু এমন মাত্রার বিপর্যয় নজিরবিহীন। আমি আজ যা দেখলাম তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না।

এ সময় ধনী দেশগুলোকে দায়ী করে গুতেরেস বলেন, এমন বিপর্যয়ের জন্য ধনী দেশগুলো সমানভাবে দায়ী। পাকিস্তানকে সাহায্য করা তাদের নৈতিক দায়িত্ব।

ভারী বৃষ্টিপাত ও বন্যায় নাকাল পাকিস্তানের দক্ষিণাঞ্চল। চলমান এ বন্যায় ইতোমধ্যে প্রায় ১৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন।

এটিএম/

Exit mobile version